যাযাবর, তাই চাওয়া যাযাবর
যা কিছু সামনে, তাই তো স্থাবর
আজকে স্থাবর, কাল অস্থায়ী
স্থায়ী নয় কিছু, তা তো বলবেই|


যাযাবর হলে, কেমন জীবন!
বুঝব কি করে! কোথায় কারণ!
দূর থেকে দেখা, সব অনুমান
তা দিয়ে বিচার, হয় নিষ্প্রাণ|


যাযাবর বাঁচে, আমরাও বাঁচি
কিন্তু আমরা, নই কাছাকাছি
কে কেমন বাঁচি, নিজেরাই জানি
অন্যকে নিয়ে, করি কানাকানি|


আমরা যা চাই, আমাদের মনে
বেদেরা কি চায়, তাদের স্মরণে
আকাশ পাতাল, তফাৎ দুটোয়
তুলনার হবে, শুধু পরাজয়|


যাযাবর, এই ক্ষণ নিয়ে থাকে
পরক্ষণ নিয়ে, পড়েনা বিপাকে
আমরা মাতিনা, এই ক্ষণ নিয়ে
ভবিষ্যৎকে, ভাবি মন দিয়ে|


ওরা যাযাবর, ওরা বেদুইন
প্রকৃতি ওদের, মুখ্য আইন
এক হয়ে গেছে, প্রকৃতির সাথে
বাঁচার মর্ম, ওদের ঝুলিতে|


সংখ্যায় কম, ওরা যাযাবর
দাবীতে ওদের, নেই অধিকার
স্থাবর, অস্থাবর থেকে দূরে
ওরা প্রাণে বাঁচে, আনন্দ ভরে|


যাযাবর, বেদুইন, বা জিপসি
যে নামেই ডাকো, ওরা সদা খুশী
ওদের বাঁচার, ছন্দ কাটে না
প্রকৃতি ওদের, বাঁচার প্রেরণা|


ওদের দেখেও, কিছুই শিখি না
সংগ্রহে মন, থামতে চায় না
যাযাবর হতে, পারব না আমি
ওদের ভাবের, হই অনুগামী|


ওরা যাযাবর