//অর্থ রূপান্তর অবস্থান্তরে//


দিন হাঁটে রাত হাঁটে
গতি নিয়ে সমতাতে
নর নারী মজে পাঠে
গতি নেই সমতাতে|


প্রাণ দোলে মান দোলে
দুলে দুলে তান তোলে
প্লেন চলে ট্রেন চলে
দুই চলা দুই দলে|


হাত ধরে মন ধরে
ধরা পৃথকের ঘরে
মানুষের মাথা ধরে
যা ধরে ধরায় ধরে|


মেয়ে মানে ছেলে মানে
ইচ্ছে মতন মানে
এর মানে তার মানে
মানে থাকে জয়গানে|


বাবা বকে মা'ও বকে
দুই বকা দুই ছকে
পাগলরা ভুল বকে
হাসি দিয়ে বকা ঢাকে|


পিতা পাশে মাতা পাশে
পাশে থেকে ভালবাসে
বউ পাশে বর পাশে
ভালবাসা নিঃশ্বাসে|


ফুল ফোটে রূপ ফোটে
ফুটলেই হাসি ফোটে
প্রত্যুষে আলো ফোটে
কলুষতা নেই মোটে|


দাঁত কাটে ছুরি কাটে
ছোট করতেই কাটে
তাল কাটে সুর কাটে
আসর কি তাতে মাতে!


খুলে যাই ভুলে যাই
গমন কোথাও নাই
এখানে ওখানে যাই
গমনের ছোঁয়া পাই|


আঁখি আঁকে মন আঁকে
কিন্তু কোথায় আঁকে!
শিল্পীর তুলি আঁকে
ক্যানভাস ভরে আঁকে|


বড়লোক বড় কথা
কি করে যে মাপি বড়!
বড় বাড়ী বড় গাড়ী
মেপে বলি কত বড়|


বাংলা ভাষার কথা
ঘুরিয়ে ফিরিয়ে নিলে
বেশ লাগে মানেগুলো
লেখাও এগিয়ে চলে|


সুবীর সেনগুপ্ত