//অসাধারণও সাধারণ//


সাধারণ ভাবে, যা কিছু দেখছি
তাই গেঁথে গেছে মননে
অন্য দৃষ্টি, দেখাতে এলেই
বিস্ময় ভরে নয়নে।


যা কিছু ঘটছে, সাধারণ ভাবে
সবার নয়ন ধরছে
কিছু ঘটে গেলে অসাধারণ
দেখেও অবাক হচ্ছে।


ঘটনা হওয়ার, তাই তো ঘটছে
সাধারণ বা বিশেষ
যাঁরা ঘটাচ্ছে, হয় না অবাক
তাঁরাই করছে পেশ।


যা শেখানো হয়, শৈশব থেকে
তাই হয় বেদ বাক্য
নতূন জ্ঞানের সংস্পর্শে
সে সব বাক্যে শাক্য।


এক এক করে, ঝরে যেতে থাকে
মননের গাঁথা ফুল
অভিজ্ঞতায় ভরা নব ক্ষণ
বুঝতে কি ছিল ভুল!


যতদিন যায়, কাটে বিস্ময়
সব লাগে সাধারণ
পুরনো রবির, নতূন কিরণে
তরতাজা এই মন।


মনটা সজাগ, খুঁজতেই থাকে
সব দেখাতেই যুক্তি
পুরোনোর সাথে, তুলনা করেই
তার থেকে পায় মুক্তি।


কি অসাধারণ, কি যে সাধারণ
এ তো শুধু উপলব্ধি
যা আমি ভেবেছি, খুব সাধারণ
মানে কি তোমার বুদ্ধি!


বয়সের সাথে, চেতনা খুলেছে
বিস্মিত হওয়া শেষ
অসাধারণ আর, সাধারণ ভেবে
সাদা হয় না তো কেশ।


সুবীর সেনগুপ্ত