অসংখ্য দীপ কেউ কি জ্বালায়!
জ্বালানোর এত সময় কোথায়!
কিন্তু জ্বলছে অসংখ্য দীপ
আকাশের বুকে টিপ্ টিপ্ টিপ্|


মানুষের মনে অনেক কামনা
ডানা মেলে দেয় প্রভূত বাসনা|
কত কামনা যে পূর্ণতা পায়!
বাসনাও তাই, একই পথে যায়|


এক দীপ জ্বলে তুলসী তলায়
যে জ্বালায়, তাকে থামতেও হয়|
জীবনে নিয়ম হয় না যে স্থায়ী
নিয়ম তো ছাড়ো, প্রানটাকি স্থায়ী!


প্রাণ আসে পৃথিবীর আঙিনায়
আসতেই থাকে, থামানো না যায়|
এক প্রাণ আনে আরও এক প্রাণ
সব প্রাণ হয় কামনার স্থান|


কামনাতে দীপ জ্বালানোর নেশা
নেশার খ্যাতিরে চলে অণ্বেষা|
দীপ তো জ্বলেই এক দুই তিন
খুশী আসে, দিন-অন্তে বিলীন|


আজকের দীপ কাল যে চাই না
কালকে আবার নতুন বায়না|
অসংখ্য দীপ মানে দীপ কত!
সংখ্যাতে নয়, হবে অবিরত|


তোমার জ্বলানো দ্বীপের প্রভাব
করে না তো দূর আমার অভাব|
আমার জ্বালানো দ্বীপের আলোয়
আলোকিত নয় তোমার হৃদয়|


অসংখ্য দীপ চাইছি জ্বালাতে
জ্বালাবার পরে নেভে অজান্তে|
জ্বালানোর সাধ নিভতে চায় না
এখন বুঝেছি, কভু নিভবে না|