//ওঠানো স্ট্যাটাস করে পরিহাস//


উঠিয়ে ফেলেছি, নামাতে পারিনা
এ কী মুশকিল, বোঝাব কি করে!
ওঠাতে চেয়েছি, কারণ ধরেই
নামাতে চাইছি, কারণ সাগরে।


উঠিয়েই রাখি, উপরের তাকে
নামিয়েও ফেলি, প্রয়োজন মতো
যে কারণে আমি উঠিয়েছিলাম
সেই কারণ কি হয়ে গেছে মৃত!


ওঠানো নামানো, কী এমন কথা!
চলতেই থাকে, চলতেই থাকে
বাড়ীতে অফিসে ট্রেনে আর বাসে
এই কাজ করে কে পড়ে বিপাকে!


ওঠাবো নামাবো আমার ইচ্ছা
এই নিয়ে কথা হতেই পারে না
আমি কি বুদ্ধু! তাই লিখে যাই
লেখার কারণ না দিয়ে পারিনা।


জল ওঠাই উপরের জলাধারে
উঠিয়েও থাকি তাপের মাত্রা
উঠিয়ে গলার স্বর, চীৎকার
সব নেমে যায়, ভাবনা অসার।


কিছু ওঠানোতে যে যে সমস্যা
তার সমাধান খুঁজে পাওয়া যায়
তেমনি নামাতে, যা যা সমস্যা
মানুষের বুদ্ধিতে হয় জয়।


বেশ চলছিল জীবনের গাড়ী
না ছিল অভাব, না কোনো পীড়ন
যখন আসলো বেশী বেশী ধন
স্ট্যাটাস উঠিয়ে নতুন জীবন।


বয়স বেড়েছে, কমে গেছে আয়
স্ট্যাটাস নামাতে করছি প্রয়াস
প্রয়াস বিফলে, আমি মুস্কিলে
ওঠানো স্ট্যাটাস করে পরিহাস।


সুবীর সেনগুপ্ত