//পাগলের কথা শুধু কী প্রলাপ//


পাগল হলেই করে পাগলামী
কী করে কখন জানা নেই
পাগলের বাঁচা যায় না কোনো ধারাতেই।


যে কাজ হয় না সাধারণভাবে
তাই খেলা করে তাঁর অনুভবে
এই সব কাজ কী স্থায়ী হয় তাঁর স্বভাবে!


পাগলের কথা পাগল প্রলাপ
এই কথা যদি ভাবি অভিশাপ
বলবেই লোকে ভাবনায় নেই বুদ্ধির ছাপ।


সুস্থ মনের অধিকারী যাঁরা
বাক স্বাধীনতা অধিকারে ভরা
এই অধিকারে পাগল কী দিশাহারা!


পাগল কী শুধু বকছে প্রলাপ
বহু কথাতেই প্রলাপের ছাপ
বোধহয় কারণ কামনাতে শুধু লাভ।


যে নয় পাগল, সে তো সুস্থই
সে কেন ফোটাবে প্রলাপের খই
বহু বিতর্কে সামনে কী আসে স্বার্থই!


পাগলের বলা অর্থবিহীন
তাঁর ব্যবহারে সে কী উদাসীন
রাজা বা ফকির হয়ে তাঁর কথা মূল্যহীন।


পাগলামী করে পাগল বাঁচবে
আর তাই দেখে জগৎ হাসবে
তাঁর ভাবনাকে কখনো কী জানা যাবে!


সুবীর সেনগুপ্ত