মতটাকে তুমি পাল্টাও কেন বারবার!
যা দেওয়ার সেটা কেন যে দাও না তুমি
যা পাওয়ার সেটা পাও না, তাও তো বুঝি
তার মানে ভাব-গতিকের অনুগামী|


না পেলে দেব না, এটা কি সুস্থ ভাবনা!
কেউ কি তোমাকে করেছে বাধ্য, দিতে!
তুমিও পারোনা বাধ্য করতে কাউকে
স্বাধীন জীবন চলবে স্বাধীন পথে|


চাপ দিয়ে কাজ করানো কি হবে ঠিক!
চাপে পড়ে কাজ করতে চাও কি তুমি!
সংবিধানের কথাগুলো পড়ে জানো
যে জমিতে বাস, সেটা তো স্বাধীন ভূমি|


আমার কাজের সঙ্গে আমার মত
সেই মতে তুমি বসাতে পারোনা ভাগ
করতে চাও তো, করোনা অনুকরণ
সে অধিকারে, কেউ কাটবে না দাগ|


যে পথে চলার ইচ্ছে, চলোনা, তাতে কি!
প্রাতঃভোজন, চাইলে করোনা দুপুরে
ঘড়ি ধরে ধরে কাজের কি আছে মূল্য!
কেউ না করলে, শুকোবে না জল সাগরে|


ভাবনা স্বাধীন, থাকবে চির স্বাধীন
কথাও স্বাধীন, যা খুশী কি বলা যায়!
মতও স্বাধীন, চাপাতে পারো কি ঘাড়ে!
স্বাধীনতা, কেন কষ্ট-দায়ক হয়!


অভিমত হলো, প্রকাশ করার জন্য
জমিয়ে রাখতে, কেউ যদি চায়, থাক
প্রকাশিত মত, বদলানো নয় ঠিক
অনুরোধ করা যেতে পারে টুকটাক|


পাল্টানো মত, আনে প্রতিকূল হাওয়া
পাল্টে পাল্টে, কোথায় যে মত থামবে!
অস্থির মতি অসফল, দিতে ব্যাখ্যা
শুধু স্থির মতি, অনুকূল হাওয়া আনবে|


পাল্টানো মত, থেকে অমত কি ভালো!
অমত দিয়েই দাঁড়ি টানা যায়, নয় কি!
যত পাল্টানো, ততই অগ্রহণীয়
দেওয়ার না হলে, না দিলেই হয়, ভয় কি!


পাল্টানো মত