//পানে পরিতৃপ্তি//


অল্প অল্প করেই ঢালো
তবেই তোমার লাগবে ভালো
অনুভবে পানের পরিতৃপ্তি...
মন্থরভাবে চড়বে নেশা
ভুলবে তোমার কাজ বা পেশা
করবে শুরু কবিতা আবৃত্তি।


রঙীন জলে রঙ এর মেলা
তারই উপর আলোর খেলা
অনুভূতির উর্দ্ধে ভাসবে মন...
পেগ এর হিসাব থাকবে না আর
চোখে তখন শুধুই বাহার
দৃষ্টি করতে চাইবে আপনজন।


যুবক রাত্রি প্রৌঢ় হবে
স্থির গতিতে বৃদ্ধও হবে
বোধশক্তি পাবে না তার স্পর্শ...
নেশায় তখন সুখের মাতন
ভাবছ এটাই রাজার আসন
সেই মুহূর্ত জীবনে উৎকর্ষ।


তারপরেতে তুমি কোথায়!
নিশাও তখন নিচ্ছে বিদায়
তোমায় সঁপে নব ঊষার কোলে...
থাকবে পড়ে অসার দেহ
মাখবে ঊষার আলোর স্নেহ
খুলবে দু-চোখ মৃদু হাওয়ার দোলে।


সুবীর সেনগুপ্ত