//পাওয়ার মাঝে নেই তুলনা//


যেটাই পেলাম, সেটাই পাওয়া
এটা কী কম! ভাবছি যখন
আর এক ভাবনা জানিয়ে দিলো
এ তো কম নয়, খুব বেশী ধন।


ভাবনা যখন গুলিয়ে যায়
একটা মেশে আরেকটাতে
অল্প বেশী যা পেয়ে যাই
তার আনন্দ পাই না পাতে।


পাওয়ার সময় এবং কারণ
দুটোই পেয়ে যাই তো খুঁজলে
সময় কারণ জেনেই কী লাভ
লাভ যে শুধুই পাওয়ার দলে।


পাওয়ার সাথে তৃপ্তির যোগ
এই কথাটার খুব আছে দাম
তাই তো পাওয়ার হয় বিশ্লেষণ
যার থেকে পাই শেষ পরিণাম।


কম আর বেশী, এই দুই শব্দ
বসলে জেঁকে মনের ভিতর
পাওয়ার পরে তৃপ্তির ছাপ
আবছায়া হয়ে হয় অগোচর।


কেবল তো নয় কম আর বেশী
থাকতেও পারে ভালো খারাপ
এই চার হলো পাওয়ার শত্রু
বুঝিয়ে দেবে পাওয়াই পাপ।


মন যদি হয় ভীষণ উদার
সব পাওয়াতে খুব আনন্দ
এই আনন্দে থাকবে না দাগ
খুশীর সকল নাচেই ছন্দ।


পেতেই পারি এক উপহার
কিংবা মধুর দু-চার উক্তি
কোনোটাতেই ভরবে না পেট
খুব সাধারণ নয় কী যুক্তি!


পাওয়া দৃশ্যত বা অদৃশ্য
পাওয়ায় আদর আর ভালবাসা
পাওয়ায় আছে তপনের আলো
ভাবতে কী দোষ সবই খাসা!


এখন আমি যা কিছু পাই
বুঝতে পারি সবই সোনা
ভাবনা আমায় বুঝিয়ে দেয়
পাওয়ার মাঝে নেই তুলনা।


সুবীর সেনগুপ্ত