চাই না তো যেতে আমি বিপক্ষে
পক্ষেও আমি থাকতে চাই না
পক্ষহীনের দল ভালবাসি
এখানে আমাকে থাকতে দাও না।


যা যা গুণ লাগে যেতে বিপক্ষে
সেগুলো রপ্ত পারিনি করতে
পক্ষে না যাওয়া, একই তো কারণ
তাই তো থাকছি সম দূরত্বে।


যেখানেই যাই, পাই দুই দল
এক বিপক্ষ, আর এক পক্ষ
বুঝতে বুঝতে হিমসিম খাই
আমি তো বোকাই, নইও দক্ষ।


নিতে যে হবেই একটা পক্ষ
জুড়তে গেলেই একটা সংঘে
এ নয় নিয়ম, তবুও সবাই
পক্ষকে জোড়ে নিজের সঙ্গে।


আমার ভাবনা বিপক্ষে নয়
যেতেও চাই না কখনো পক্ষে
দুটোর থেকেই দূরে দূরে থেকে
আমার জীবন আমার লক্ষে।