//পরিবর্তন আর রূপান্তর নিশ্চিত//


সত্তরে আশা নেই সত্বর
সত্তরে হবে অবসর
সত্তরে পেয়ে গেলে সত্বর
তা ব্যতিক্রমের স্তর।


বনবন চাকা ঘুরতে থাকবে
ইচ্ছা এলেই পাতে
সেটা হয়ে যাবে বয়স যখন
উনিশ কিংবা কুড়িতে।


যন্ত্রাংশহীন হবে না যন্ত্র
ছোট বা বড় আকার
ক্ষমতা কমবে যন্ত্রাংশের
সময় হলেই পার।


জীবনের আর কী ব্যপ্তিকাল!
এই তো কয়েক দশক
ষাট সত্তর আশি নব্বই-এ
সত্তরে নেই ঝোঁক।


কত স্তরে এই জীবনের ভাগ!
হবে ছয় কিবা সাত
আরও কমে যদি ভাগ করে দিই
কিছুই যাবে না বাদ।


গাছপালা নদী পর্বত কেন!
কেন বিস্তৃত সাগর!
কেন মন-প্রাণ, কেন এ জীবন!
নেই কোনো উত্তর।


সকলেই শিশু জনমের পরে
কুড়িতে যুবক সকলে
ষাটের উর্দ্ধে সকলে প্রবীণ
কেউ বাদ নাকি দলে!


পরিবর্তন আর রূপান্তর
এর থেকে নেই মুক্তি
খুব বিখ্যাত খুব বুদ্ধিমান
যে যাই দিকনা যুক্তি।


জীবনের গতি বাড়বে কমবে
বয়সের সাথে সাথে
সেই হিসেবেই চলতেও হবে
প্রাজ্ঞের মতো পথে।


সুবীর সেনগুপ্ত