//পরিবর্তন নিশ্চিত//


প্রথম হবেনা কখনো দ্বিতীয়
না হবে দ্বিতীয় তৃতীয়
ক্রমানুসংখ্যা থাকে নিজ স্থানে
হবেনা উত্তরীয়।


স্থান পরিবর্তন হয় প্রাণের
হয়না কখনো অঙ্গের
পরিবর্তনে স্বাদ আর স্পর্শ
কিন্তু তা নয় স্থানের।


কথারও হয় স্থান পরিবর্তন
নয় স্বীয় ক্ষমতায়
এর সৌজন্যে শুধুই মানুষ
মান্যতা ভুল নয়।


মন যত আছে, জাগিয়ে রেখেছে
পরিবর্তন ধারা
বিস্তৃত এই প্রকৃতিও দেয়
পরিবর্তনে সাড়া।


অনুভব অনুভূতিতে বদল
বলব কি পরিবর্তন!
তবে শরীরের পরিবর্তন
নিশ্চিত সংঘটন।


অভিনয়ে হবে পরিবর্তন
হবে নৃত্যে ও গানে
থাকত না যদি পরিবর্তন
মুছে যেত রঙ ভুবনে।


প্রথমের স্থান অর্জিত মান
একই গরবে দ্বিতীয়
পরিবর্তন পরিবর্তনে
ঘটনার প্রবাহ।


সুবীর সেনগুপ্ত