//পরখ করা প্রয়োজন//


কোন গুড়ে বালি, কোন গুড় খাঁটি
আছে কী পরখ করা প্রয়োজন!
কার গুড়ে বলি, দেখা কী উচিৎ!
উচিৎ তো নয়, তবু খোঁজে মন।


আমি গুড় খাব, দেখেই কিনব
তুমি গুড় খাবে, কেন দেখবে না!
সকলেই খাবে কিছু কিছু গুড়
পরখ, সে তো নিজ দায়ে জানা।


জীবন থাকলে, কিছু খেতে হবে
তা সে গুড় হোক, কিংবা বাতাসা
শুধু গুড়ে নেই কোথাও তৃপ্তি
ভিন্ন স্বাদেই কাটবে হতাশা।


জীবনে অলংকার উপমিতি
কথায় কথায় আসবেই উঠে
উপলব্ধিটা হলেই প্রকৃত
উপমিতি থেকে খুশী যাবে জুটে।


গুড় যদি হয় বালি দিয়ে ভরা
সেই গুড় থেকে থাকবই দূরে
কারো হতে পারে তাই পছন্দ
আমি গাইব না তার সুর ধরে।


জানবার পরে গুড়ে বালি আছে
করবই কেন আবার পরখ!
ধোওয়ার প্রশ্নে লোক হাসাহাসি
বানিয়েই নেব উপেক্ষা ছক।


গুড়ে কিছু বালি থাকতেই পারে
শুনি এই কথা, বলে বহু লোক
তাঁদের বলার অর্থ বুঝিনা
তাঁরা মানছে না ভেজাল এক রোগ।


কারো কামনায় নেই গুড়ে বালি
যেমন চাই না সুর তালে তালি
জীবন হবে না নিঁখুত, মানছি
মানবো কী করে এই জীবন জালি!


সুবীর সেনগুপ্ত