//পরষ্পরের চাওয়ায় চাই ঔপম্য//


মন নিয়ে খেলা, খেলতে চাইছে সকলে
এক ইচ্ছাতে, এ খেলা আসে না কবলে।


প্রত্যেক প্রাণ জানে, এই খেলা উত্তম
তাই দিতে চায় মন, এ খেলায় হরদম।


'মন নিয়ে খেলা', একা একা খেলা যায় না
দুটি মন ছাড়া, এই খেলা শুরু হয় না।


দুই মন, তাই দুই ইচ্ছার সমাগম
সমাগম হলে, মন নিয়ে খেলা অনুপম।


পাবো এক মন, যে আমার মন চায়
আমি কি চাইছি, সেই মন আঙ্গিনায়!


পরষ্পরের চাওয়াতে এলে ঔপম্য
'মন নিয়ে খেলা', হয়ে তো যাবেই রম্য।


'মন নিয়ে খেলা', খেলার সুযোগ আসলে
সুখ অনুভূতি আসবে মনের দখলে।


'মন নিয়ে খেলা', খেলা যায় ঘন বর্ষায়
তীব্র দহনে মেতে থাকা যায়, এ খেলায়।


এই খেলা খেলে, দুটি মন মিশে যায়
সঙ্গীর আগমনে শুরু, নব অধ্যায়।


খেলছি যখন, মন নিয়ে খেলা যুগলে
পরিতাপহীন জীবন তখন আঁচলে।


যদি উভয়ের ইচ্ছাতে নব নির্মাণ
এই খেলা হয়, আনন্দের এক অভিযান।


সময় হয় না, এ খেলায় প্রতিবন্ধ
প্রতিকূল আবহাওয়াও হয় না মন্দ।


যাঁরা খেলে, তাঁরা শিখে যায় সরলতা
শিখতে হয় না, চলার নতূন প্রথা।


খেলা জড়াবে না শর্তে, এটাই কামনা
শর্ত হলেই, খেলা হয়ে যাবে বেদনা।


এই খেলা শুধু, শুরু করলেই হয় না
ধারাবাহিকতা এ খেলার যোগ্য গয়না।


প্রতিপক্ষের ছোঁয়া নেই এ খেলায়
একই লক্ষে দুই তীর ছুটে যায়।


অতি বিশেষ এই খেলায় একটি দল
এক নারী এক নর মিলেমিশে বল।


জীবিত থাকুক এই খেলা, করি প্রার্থনা
একত্রে প্রার্থনাতেই খেলা চেনা চেনা।


সুবীর সেনগুপ্ত