একটু একটু করে ঢালো
তবেই তো লাগবে ভালো
আসবে সুরাপানে পরিতৃপ্তি...
ধীরে ধীরে বাড়বে নেশা
ভুলেও যাবে কাজ বা পেশা
করবে শুরু কবিতা আবৃত্তি|


রঙ্গীন জলে রঙের মেলা
তারই উপর আলোর খেলা
অনুভূতির উর্দ্ধে ভাসবে মন...
পেগ এর হিসেব থাকবে না আর
তখন চোখে শুধুই বাহার
সবুজ হবে রুক্ষ ধূসর বন|


যুবক রাত্রি পৌঢ় হবে
স্থির গতিতে বৃদ্ধও হবে
অনুভবে আসবে না তার স্পর্শ...
রাজার আসন জুড়ে তখন
তোমার নেশায় সুখের মতন
হিসেববিহীন পেরিয়ে যাবে বর্ষ|


তারপরেতে তুমি কোথায়
হিসাব তখন নিচ্ছে বিদায়
তোমায় সঁপে নতুন ঊষার কোলে...
থাকবে পরে অসার দেহ
মাখবে ঊষার আলোর স্নেহ
খুলবে দু-চোখ মৃদু হওয়ার দোলে|


নেশার স্মরণ আসবে না তো
অতীত হয়ে গেছে সে তো
নতুন প্রভাত করবে কাজে আহ্বান...
সুরার স্মরণ সাঁঝের পরেই
নতুন অভিজ্ঞতাও সাথেই
পানের পরিতৃপ্তি হবে অম্লান|