কেনই মিথ্যে অপবাদ দিয়ে
বিবাদ করার চেষ্টা
এতে মিটবে না কখনই কোনো তেষ্টা|


বিষাদ তোমার কম আছে না কি
সেটা বললেই হয়
বিবাদ করে কি বিষাদ বাড়ানো যায়!


বিষাদ আসবে দূর থেকে ছুটে
হয়ে গেলেই তো কম
বিষাদবিহীন জীবনে কোথায় দম!


অপবাদ্গুলো এতই মিথ্যে
তোমাকেই দোষ দিচ্ছে
তোমাকে কিছুই বলার নেই ইচ্ছে |


বিবাদ না হলে, বিষাদ আসে না
সেটাই নয় কি চাহিদা!
পূরণ করার নেই কোনো অসুবিধা|


পৃথিবীতে প্রাণ আসবে ও যাবে
প্রাণের মেয়াদ বেশী নয়
বিবাদ বিষাদ দূরে রাখলেই হয়|


দিতেই চাও তো দাও সাধুবাদ
খুঁজতেও থাকো তাই
এমন করলে বিবাদ হবে না ভাই |