বুঝতে কি পারে কেউ
কোন পথে আসে ঢেউ
বুঝতে কি পারা যায়, ছোট বড়ো!
বুঝতে কি পারে না কি
কে দেবে কখন ফাঁকি
মনটাও হয়ে যাবে জড়ো সড়ো|


কি করে বুঝবে বলো!
ঢেউগুলো এলোমেলো
বুঝতে না বুঝতেই, এসে যায়
তখন তো সামলানো
উল্টে পড়ে না যেন
সামলাতে সামলাতে দিন যায়|


সব জীবনেই আসে
ঢেউগুলো দিনে মাসে
ঘুরে ফিরে একবার বারবার
কোনো ঢেউ এত ভারী
তছনছ করে বাড়ী
অশান্ত হয়ে মন তোলপাড়|


পথগুলো থাকবেই
ঢেউ তাতে আসবেই
যে ভাবে হোক না, হবে ভাঙতে
যে পারে সে বিজয়ী
না হলেই ধরাশায়ী
বিষাদেই হবে মন বাঁধতে|


বুঝতে পড়তে হবে
মন নিয়ে অনুভবে
ভাঙতে হবে না সব ঢেউগুলো
পথ আর ঢেউ ধাঁধা
তাতেই জীবন বাঁধা
বুঝে ভাঙলেই এই মন আলো|