শঙ্খের ধ্বনি আজানের স্বর
দুটোই কি নয় কাম্য
মানুষ হয়েই জন্মেছি আমি
মানুষই আমার ধর্ম|
যে ঘরে জন্ম সে দাগ লেগেছে
করার কিছুই নেই
অন্য দাগ কি লাগাতে পারি না!
ক্ষতি নেই লাগালেই|
জীবন রম্য, মানা কি যাবে না!
তোমার আমার সব্বার
আমার যা কিছু, সকলের তাই
বেশী কার অধিকার!
জনমের পরে একটি জীবন  
কেউ তো পায় না দুই
একই শ্বাস নিয়ে চলছে জীবন
সব একই ধারাতেই|
আমার ভাবনা লাভ ও ক্ষতিতে
তুমি কি ভাবছো অন্য!
বুকে হাত দিয়ে দাও না জবাব
পারবে না হতে বন্য|
আনন্দ আর সুখকে চাইছি
অস্বীকার কি করবে!
এ দুটো পেলেই শান্তি চাইছি
পৃথক কি কেউ বলবে!
এই জীবনের কি যে গুরুত্ব!
এতেই তো সব দ্বন্দ|
ভাবনায় নেই সমতার ধারা
তাই তো কাটছে ছন্দ|
আজানের স্বর শঙ্খের ধ্বনি
কোথায় যে বিশেষতা
যে যার মতেই মানতে থাকুক
চিন্তাতে আনো সমতা|