বন্ধু বানাতে চাও, বানাও না যতখুশি|
কাজটা কঠিন নয়, মহৎ যে নয়
সকলেই জানি| ভাবতেও পারো না যে
একটা বন্ধু বানিয়েই তুমি হাতে পাবে
মাউন্ট এভারেস্ট| তা বলে ভেবো না
আমি বলছি এটা গর্হিত কাজ|
মহৎ নয়, তবে এই কাজে নেই কোনো
অন্যায়| বন্ধু চাই, আর সাথে সাথে চাই
অর্থ ও ভালবাসা| এই তিন অস্তিত্বকে পারবে কি
দিতে স্বাধীনতা! বন্ধু জড়িয়ে আসবে না অর্থ,
সেই অর্থকে জড়িয়ে আনবে না ভালবাসা,
কোনো বন্ধুর ভালোবাসায় করবে না হস্তক্ষেপ|
পারবে কি বন্ধুকে দিতে শর্তহীন স্থান!
বন্ধুর সাথে স্বার্থ জুড়লেই বন্ধুত্বের হবে অপমান|
এই অনুভব নিয়ে বানাও না বন্ধু!
এবার বলো কাজটা কঠিন নাকি সহজের ঘরে!
আমার মনটা বলে কাজটা কঠিন নয় কখনই|