আমার আনন্দ নয় কোনো মন্দির মসজিদ
আমার আনন্দ শ্রদ্ধায় ভরে থাকা সংবিৎ|
আমার আনন্দ হয় না তো অযথায় প্রতিবাদ
আমার আনন্দ প্রত্যুষে হাতে পাওয়া সংবাদ|
আমার আনন্দ নয় কোনো বিষন্ন বেদনা
আমার আনন্দ নির্জনে একরাশ ভাবনা|
আমার আনন্দ আসে না তো কখনোই দামনে
আমার আনন্দ নিত্য ঊষার আলো ভূবনে|
আমার আনন্দ সুখ নিয়ে হয় না তো আনচান
আমার আনন্দ দুঃখের মাঝে করে অভিযান|
আমার আনন্দ পারে না তো মুদ্রায় জড়াতে
আমার আনন্দ খুশী থাকে সন্তোষে ধরাতে|
আমার আনন্দ অবহেলা করে অভাবের চাপ
আমার আনন্দ অল্পেই গড়ে একরাশ ছাপ|
আমার আনন্দ অনেক সুখের মাঝে খুশী নয়
আমার আনন্দ সাধারণ জীবনরেই সাথী হয়|
আমার আনন্দ বোঝে সব নিরাপদে হয় না
আমার আনন্দ বিপদেও লক্ষ হারায় না|
আমার আনন্দ জানে এ জীবন অস্থায়ী
আমার আনন্দ তাই তো চায় না হতে বিষয়ী|
আমার আনন্দ বেসুরের গান নিয়ে তুষ্ট
আমার আনন্দ বেশী আর ভালোতে নয় পিষ্ট|
আমার আনন্দ প্রকৃতিতে খুঁজে পায় রত্ন
আমার আনন্দ প্রকৃতির করে যায় যত্ন|
আমার আনন্দ অরণ্য দেখে হয় আনমন
আমার আনন্দ ফুলের হাসিতে দোলে অনুক্ষণ|
আমার আনন্দ খুঁজতে চায় না খুশী আনন্দ
আমার আনন্দ না পাওয়াতে পেয়ে যায় ছন্দ|
আমার আনন্দ আঁধারের মাঝে খোঁজে রহস্য
আমার আনন্দ করে না তো মনটাকে নিঃস্ব|
আমার আনন্দ শুধুই যে নির্জলা আনন্দ
আমার আনন্দ পাচ্ছে যে আনন্দ গন্ধ|