নীলিমায় নীল নিরধর
পড়েছে মুকুট মেদিনীর শিরে
ঘিরেই শহর বনান্তর|


যখন শুভ্র শান্ত হাসিতে
উজ্জ্বল দিন চলে রবিরথে
শুষ্ক প্রকৃতি খেলে মহাধূমে
প্রশান্তি ঘিরে ছায়...
নর নারী শত যুবক যুবতী
আনন্দে বহে যায়|


যখন গগন মেঘান্ধকার
চমকিয়ে ওঠে বিদ্যুৎ তার
বিপদের কথা হয় কানাকানি
ধারা বর্ষণে ভাসবে ধরণী
ভীত পশু পাখী খোঁজে আশ্রয়
পথ ঘাট মাঠ শূন্য...
জনঅরণ্য ধায় গৃহ পানে
গৃহহীন যারা ক্ষুন্ন|


অঝোর ধারায় ঘন বর্ষায়
জেগে ওঠে মন নিঃস্বার্থতায়
যেমনই ঝরে পড়ে বারিধারা
তেমনই হয়ে যাব দিশাহারা
এ মন বরষা সমীরণ মাঝে
করে যায় খেলা চঞ্চল...
ভাবনার শেষে আশ্রয় খোঁজে
নিরিবিলি এক অঞ্চল|