দেখা হয়ে গেছে, এখানে সেখানে
একটাও কথা হয়নি
পরষ্পরের মধ্যে বোধহয়
কথার প্রশ্ন জাগেনি!


দেখা হয়নি তো, দেখা হবে বলে
পাকেচক্রেই হয়েছে
খুব ঘন ঘন না হলেও, বেশ
ক্রমাগতই তো হয়েছে|


দেখা হয়ে যায়, অনেকের সাথে
মনে থাকে কিছু মুখ
প্রসঙ্গ নেই, কথাও হয় না
এতে নেই ভুলচুক|


কত পরিচিতজনকেই জানি
তারা নেই ভাবনায়
দেখা হলেই তো, মুখ মনে আসে
আড়ালে হারিয়ে যায়|


তোমার মুখটা, তেমনই তো ছিল
ছিল না ব্যতিক্রম
দিন চলছিল, সাধারণ ভাবে
কোথাও ছিল না ভ্রম|


জীবন চলে না, অভিন্ন তালে
পরিবর্তন এসে যায়
তাই হয়েছিল, আমার জীবনে
পরিবর্তন চিন্তায়|


ধরা দিয়েছিলে, আমার মননে
তা ছিল আকস্মিক
তারপরেই তো, খুঁজেছি তোমাকে
সম্ভব সব দিক|


কোথায় হারিয়ে গেলে যে হঠাৎ!
আর সেই মুখ দেখিনি
সাধারণভাবে, ভেবেই দেখেছি
ক্ষতি তো কিছুই হয়নি|


হানি হয়নি তো, শারীরিক ভাবে
হয়েছে তো মানসিক
মনোগত, এই মর্মপীড়ার
যুক্তিও নয় ঠিক|


যুক্তি দিয়ে যা, প্রমান হয় না
তার চেষ্টাতে যাই না
এ পীড়াই, হয়ে গেছে আনন্দ
ছন্দ কাটাতে চাই না|

কত ভাবেই যে, আসে আনন্দ
এই জীবনের কোলে
পীড়া থেকে যদি, আসে আনন্দ
কি করেই যাব ভুলে!


আমার জীবনে, তোমার যে স্থান
অপরূপ তাজা স্বাদ
কেউ না হয়েও, দিয়েই চলেছ
তাতে নেই কোনো খাদ|