বৃষ্টি পড়বে, না কি পড়বে না!  
তাকিয়েই থাকি, আকাশের পানে
তুমি কি বলবে, কি করে জানব!
জানার উপায়, শুধু অনুমানে|


তোমার মনেও, রঙ বদলায়
যেমন, বদলে যায় জলধর
অভ্রের রঙ, দেখতে তো পাই
দেখতে পাই না, মনের ভিতর|


যে কথা ফুটবে, ফুটলেই পাব
না ফুটে সে কথা, আসে না শ্রবনে
অনুমানে হবে, অকার্যকর
রাজি কি হবেই, সেই অনুমানে!


তোমার মনটা, বুঝতেই চাই
তোমাকে এনেছি, আমার জীবনে
তুমি বলে যাবে, শত শত কথা
আমি ডুবে যাব, কথার সাধনে|


বলো কিছু বলো, হ্যাঁ, না শুধু নয়
উক্তি দিয়েই, প্রকাশ করো না!
মনটাকে, খুলে দাও না আমায়
মন বিনিময়, হয়েই যাক না|


ইঙ্গিতও চাই, কিছুদিন পরে
তখন, তোমার মন যে আমার
আজকের দিন, থাকুক কথায়
কথা হোক, উভয়ের অধিকার|