এ জগতে নামী দামী
হতে চাই না তো আমি
কেনই বা হব আমি অনন্য...
না থাকে না থাক লেখা
ইতিহাসে আঁকা বাঁকা
বিবিধ শব্দের অরণ্য|


এপারে দুখ ওপারে সুখ
ভাবতে চাই না আমি
ভাবি, দেখি প্রকৃতির রূপ...
এ এক জগৎ শুধু
সৌর জগতের মাঝে
তারই রূপে আমি থাকি চুপ|


সর্বসুখ মম পাশে
এই নিয়ে পরিতৃপ্ত
এ হৃদয় অতি উচ্ছসিত...
যা নিয়ে এসেছি আমি
তাই থাক আজ ঘিরে
মরনেও হবে বিকশিত|


অকারণে চাই না তো
লোভনীয় সামগ্রী যত
চাই শুধু কথা ভরা ঝুড়ি...  
ভরে যাব সাদা পাতা
নির্জনে একা একা
সংগুপ্ত কবিতার কুড়ি|


এ জীবনে ক্ষণে ক্ষণে
পেয়েছি যা নিধুবনে
পূর্ণ হয়েছে মম বাসনা...
ভালবাসা পেয়েছি তো
আরও চাই অবিরত
দূর হোক সম্যক বেদনা|