পরিমান কম, তাতে নেই অসুবিধা
দাও না সাথেই একটু আন্তরিকতা|


পরিমান বেশী হয়ে যাবে নিমেষেই
দাতা ও গ্রহীতা পাবেন তৃপ্তি অচিরেই|


দেয়া নেয়া হল মুক্ত মনের পরিচয়
পরিমান নিয়ে ভাবলেই হবে অন্যায়|


দিতে হলে দাও, দেওয়াটাই হল মুখ্য
যাই দাও তুমি, গ্রহীতা কি পাবে দুঃখ!


পরিমান আছে, থাকবেও সব সামাজে
পরিমান ছাড়া হয় না যে কাজ সহজে|


খুশীতে যা দেওয়া, সে তা কি হবেই কাজ!
কখনোই নয়, দেওয়া তো খুশীর মেজাজ|


ধরা বাঁধা কাজ জীবন বাঁচাতে প্রয়োজন
তার সাথে লাগে তৃপ্তির কিছু আয়োজন|


আন্তরিকতা ছাড়া এ জীবন চলে না
প্রতিটি জীবনে তৃপ্তি কি নয় বাসনা!


অপরিহার্য প্রাণের উপস্থিতি
প্রাণ না থাকলে গড়তো না কোনো রীতি|


অনেক দিনের মেয়াদ কাটাতে চাই
আন্তরিকতা, যার বিকল্প নেই|


আন্তরিকতা প্রেরণার এক উৎস|
জাগাতে পারবে সে মন, যা আজ নিঃস্ব|


দিতে পারো তুমি বেশী পরিমান খাদ্য
একদিন বেঁচে হয়ত বাজাবে বাদ্য|


হাসি ফোটাতেই আন্তরিকতা প্রয়োজন
ফুটলেই হাসি, প্রেরণায় ভরে যাবে মন|


দীর্ঘ মেয়াদ সহজেই হয়ে যাবে পার
হয়েও যাবে সে আন্তরিকের সম্ভার|