তুমি জানতে চেয়েছিলে আমার সব কিছু
অনেক জিজ্ঞাসা, অনেক কৌতূহল
একে একে সরে গিয়েছিল
তুমি বলেছিলে, আর কিছু নেই জানবার|
আমায় গ্রহণ করেছিলে হেসে হেসে...
সেই হাসি মুখ কোথায় এখন!
খুঁজতে থাকি যার বিবরণ|
তুমি পেতে চেয়েছিলে আমার সব কিছু
পেয়েছিলে সব কিছু একটু বেশীই  
রাখতে পারলে না কিছুই
কেন, সেটা বলবে কি!
এখন তোমার ইচ্ছা নেই কিছুই জানবার
জিজ্ঞাসাগুলো সব এখন আমার
কিন্তু নেই কোনো কৌতূহল    
কেন তুমি অবিচল!
এখন তুমি ভুলতে চাও আমার সব কিছু
জানো না যে কিছুই ভোলা যায় না
দূরে যেতে চাও, যায় চলে দূরে
জেনো, তুমি থাকবেই আঁধারে|