বিস্বাদের সংস্কার
বিস্বাদের সংস্কার, জড়িয়ে ধরেছি
পদে পদে বিষাদের আমন্ত্রণ
মান্ধাতা আমলের নিয়ম-সমূহ
পেয়েছে, কষ্টি পাথরের আবরণ|


শাস্ত্রের লাল চোখ এখনো রাঙ্গায়
রাঙ্গানীর ভয়, যেন কঠিন শাসন
অনুগত কর্মীর, মতনই চলেছি
মানুষের তৈরী, বিধানেই মন|


স্বাধীনতা শব্দটা, পরিধিতে ঘোরে
অন্তরে সংস্কার, জানায় সমন
এ সমন এতটাই অনমনীয়
মুক্তির ইচ্ছারও, হয় যে মরণ|


উন্মুক্ত দৃষ্টি, সম্যক অধিষ্ঠিত
অবিচ্ছিন্ন চলছেই, পর্যবেক্ষণ
সমাজের মূলদেশ, অপরিবর্তিত
নব্য যা কিছু, হয় না তঞ্চন|


নানাবিধ আচরণ, নানা পদ্ধতি
আচার সংক্রান্ত, সব কিছু দামি
কখনো মন বলে, করো প্রতিবাদ
আমার যা বক্তব্য, হয় দূরগামী|


ভিত্তিহীন সংস্কার, আঁকড়ে ধরেছে
অভেদ্যভাবে জোড়া, মনের সাথে
সংস্কার থেকে যাবে, যেমন আছে
বিস্বাদের হলেও, কি আসে যায় তাতে!