সত্য আমায় জড়িয়ে রেখেছে
ভীষণ অষ্টেপৃষ্টে
পদে পদে আমি খাচ্ছি ঠোকর
এই কি ছিল অদৃষ্টে!


প্রতিদিন এই সত্যকে নিয়ে
থাকে না জীবন আসনে
ইচ্ছেগুলোর হয় না পূরণ
সত্যের দৃঢ় বাঁধনে|


কি ভাবে করব বাঁধন আলগা
পাই না খুঁজে উপায়
এ বাঁধন যেন বিঁধেই বসেছে
হৃদয়ের আঙ্গিনায়|


সত্যের সাথে চাই মিথ্যেকে
বেশী না হলেও অল্প
সব ইচ্ছাকে পূরণ করতে
চাই যে এক বিকল্প|


অনেক কষ্টে জড়াতে পেরেছি  
ছোট মিথ্যের সঙ্গে
এবার বোধহয় সফলতা এসে
বসবে আমার অঙ্গে!


সফলতা এলো মিথ্যের সাথে
কোথায় যে গেল শান্তি!
এই সফলতা নিয়ে এল মনে
অদ্ভুদ এক ভ্রান্তি|


বসলাম আমি তুলনা করতে
সত্যের সাথে মিথ্যের
বুঝলাম এই তুলনা হয় না
এতে অপমান বিদ্যের|


মিথ্যেকে করা যায় না মিত্র
কোনো বাহানাতে নয়
একটু সুখের তরে কেন করা
মিথ্যের সাথে পরিচয়!


অনেক সুখ কি পরিণত হয়
দীর্ঘ আয়ুর মেয়াদে!
অনেক শান্তি নিশ্চয়ই আসে
সব সত্যের বাবদে|


মিথ্যেকে দূরে রেখে তো আসেই  
কিছু সফলতা জীবনে
সেই কিছুই তো হয়েছে বন্ধু
আমিও শান্তি আসনে|