//পথ আসে, পথ যায়//


পথটা হারিয়ে গেছে
বহুদূরে গিয়ে নয়
কাছেই কোথাও...
খুঁজব কোথায় আমি
পথটা যায়নি রেখে
দিশা একটাও।


পথটা হারালো কেন!
প্রশ্নটা আসে মনে
করবো যে কাকে...
পথটা জানে না কেউ
একাই যে চলেছি
তাই তো বিপাকে।


এবার প্রথম নয়
আগেও তো হারিয়েছি
কতবার পথ...
খুঁজেও ছিলাম আমি
তখনও পাইনি খুঁজে
আজও সেই মত।


আজকে কি খুঁজে পাবো!
আশা খুব কম মনে
তাও খুঁজে যাই...
ভাগ্য হলেই ভালো
খুঁজেও তো পেতে পারি
বাঁচি আশাতেই।


আজ যদি খুঁজে পাই
যে পথটা হারিয়েছি
হব কি সফল...
কখনো তা হবে না
পুনরায় হারাবেই
পথটা যে ছল।


পথ পাবো, থাকবে না
এটা আমি বুঝে গেছি
পথ আসে যায়...
নতূন নতূন পথ
একটু একটু চলা
আমার সহায়।


কত পথ হারিয়েছি
হিসেব কি করেছি
হারানো স্বভাব...
এখন হারালে আর
হই না ব্যাকুল আমি
জড়াই অভাব।


সুবীর সেনগুপ্ত