দেখে শুনে পথ চলাই উচিৎ
সব্বাই চলে তাই
চেনা পথ হলে, দুপাশ দেখার
সুযোগ বেশীও পাই।


দিনে পথ চলা যতটা সহজ
রাত্রিতে তা তো নয়
আলো প্রয়োজন দেখার জন্য
উজ্জ্বল হলে, ভালো হয়।


সব পথ থাকে, প্রথমে অজানা
অচেনাও থাকে মনে
প্রথমে তো জানা, তারপরে চেনা
চেনা পথ রাখা স্মরণে।


পথ চিনতে কি কেউ পথে যায়!
হয়ত বা যায় কখনো
এমন নজির কোথায় তেমন!
খুব কম আছে জেনো।


চেনা বা অচেনা, জানা বা অজানা
পথ চলতেই হবে
পথ চলা থেকে রেহাই নেই যে
প্রথম বার তো চিনবে।


পথ শুধু নয় আলকাতরার
আছে পেশাগত পথ
সেখানেও চাই দেখেশুনে চলা
নইলে ব্যর্থ মনোরথ।


লোকালয়ে পথ, চলাও সহজ
দুর্বৃত্তের ভয় কম
সুদূরে যে পথ, সে পথ চলতে
ভাবনার সমাগম।


প্রতিটি কর্মে আছে এক পথ
তাদের স্বরূপ ভিন্ন
বেসামাল হলে, আসবে বিপদ
চলা হয়ে যাবে গৌণ।