//পথ জীবনের, জীবন পথেই//


রিক্সা চলছে ট্যাক্সি চলছে
বাদ যায়নি তো বাস ট্রাম
এ যে শহরের বড় পথ ভাই
নয় কোনো এক অজগ্রাম।


রাস্তার দুইধারে ফুটপাত
তাতেই হাঁটছে যত পথচারি
মাঝে মাঝে আছে এক দুই গাছ
তার ছায়াতেই বসে নর নারী।


শহরের পথে ব্যস্ত জীবন
সকাল হতেই পথে জনগণ
প্রতিদিন একই দৃশ্যের ছবি
পথও জেনে গেছে এই আচরণ।


জীবনের এক পথ আছে, জানি
সেই পথ যে যার নিজের নিজের
কিন্তু যে পথ লেখার বিষয়
সে পথ নিজের আর অপরের।


এই পথ হলো সর্বজনীন
গ্রামে বা শহরে, যেখানেই হোক
এই পথ হলো অগ্রগতির
এই পথই চায় অগণিত চোখ।


না হলেও পথ এক রাজপথ
আলকাতরার না থাক প্রলেপ
শুধু মাটি মাটি, সে পথ মাটির
সে পথে চলাও দামী পদক্ষেপ।


পদযাত্রা বা গাড়ী সারি সারি
যেখানে থাকবে, সেটাই তো পথ
দৈর্ঘ্য প্রস্ত দিয়ে কী করব
পথ হোক কোলাহলের শপথ।


পথ না থাকলে, জীবনও নেই
পথ জীবনের, জীবন পথেই
পথ কী গড়ে-না বাড়ীর ভিতর!
পথ যেন এক সাথীর মতোই।


পথ এক সাথী, মানলেই ভালো
আমার ধারণা, না নিলেও হবে
তোমার ধারণা জানতে পারলে
পথ নিয়ে ভাবা চলতে থাকবে।


সুবীর সেনগুপ্ত