//পথ থাকবে না, ভাবাই যায় না//


কখনোই নয় একশটা পথ
একশ ছাড়িয়ে যেতে কী পারে না!
তাও হতে পারে, হতে পারে কম
আসলে পথের সংখ্যা অজানা।


পথ পথ পথ, চারিদিকে পথ
শহরের পথ, গ্রামেরও পথ
মাটির রাস্তা, নামে কাঁচা পথ
আলকাতরায় মুড়ে পাকা পথ।


যদি না থাকত কোথাও গমন
থাকত না কোনো পথ প্রয়োজন
আদান প্রদান হতো কী সস্তা!
স্থিরতা পেত কী মনুষ্য জীবন!


পথ থাকবে না, হতেই পারে না
গমনবিহীন জীবন হবে না
বিধাতার বিধি, তাই দুই পদ
নব নব পথ চলার ঠিকানা।


ভূপৃষ্টে পথ, পথ মন জুড়ে
পথ কাছে কাছে, পথ দূরে দূরে
পথ পর্বতে, পথ অরণ্যে
আকাশেও পথ মেঘের গভীরে।


ভূবনের বুক নয় শুধু মাটি
তিন চতুর্থাংশ জলে মাতামাতি
জলে পথ নেই! তা কী হয় নাকি!
বহু জলপথ, কোথায় ঘাটতি!


জল স্থল আর অন্তরীক্ষে
শত শত পথ গেছে এঁকে বেঁকে
পথ ধরে ধরে চলে যাতায়াত
যাতায়াত প্রয়োজন মনে রেখে।


পথ চলা নয় পথ গুনে গুনে
পথে পথে চলা, হয় তা কারণে
বহু বহু দেশ, মানুষ অনেক
তাই বহু পথ এখানে ওখানে।


পথের সংখ্যা থামতে চায় না
সংখ্যা বৃদ্ধি থামানো যায় না
যতই প্রগতি, ততই বৃদ্ধি
খুব সাধারণ এটাই ঘটনা।


পথ নিয়ে মতামত নব নব
মসৃণ পথ কামনা জড়িয়ে
দৃষ্টির খোঁজে সুন্দর পথ
গর্ব সবার থাকে তাই নিয়ে।


সুবীর সেনগুপ্ত