//পথিক না হয়ে, হতে চাই পথ//


পথিক না হয়ে, হতে চাই পথ
দেখব পথিক, বুঝব গতিক
সইতে থাকব যান বাহনের বোঝ
রোজ রোজ কারো করতে হবে না খোঁজ।


পথ এর পথিক, পথিকের পথ
আধুনিক গাড়ী আজ তার রথ
আজকের দিনে পথিক বাহনে ছুটছে
উন্নতমান হয়েই তো পথে নেমেছে।


পথিক চলত মেঠো পথ ধরে
হাতে লাঠি আর বোঝা নিয়ে ঘাড়ে
পথ খুঁজে যায় ঠিক তেমনই দৃশ্য
কোথায় পথিক! সে তো আজ অদৃশ্য।


আজ আর নেই পথের পথিক
প্রগতিতে ভরে গেছে চারিদিক
পথ পাল্টিয়ে হয়েছে আজ রাজপথ
পথ এর ভাবনা বদলে নিয়েছে মত।


আজকে পথিক হয়েছে যাত্রী
যাত্রা সহজ দিন আর রাত্রি
পথ বিষণ্ণ গ্রাম-গঞ্জ ও শহরে
পথও উন্নত হয়ে পৌঁছেছে দ্বারে।


সুবীর সেনগুপ্ত