প্রিয়, প্রিয়া যদি কম হয়ে যায়
প্রিয়তম প্রিয়তমা এসে যায়|
মনের ভাবকে শব্দে প্রকাশ
বাস্তবে তার হয় কি বিকাশ!
হবেনাই কেন! বুঝতে পারিনা
কথার কথা তো কেউ লিখছে না|
লিখছি যখন, কেউ নেই পাশে
বলার সময় কেউ পাশে বসে|
লেখা আর বলা হয় না সমান
এ অভিজ্ঞতাও পেয়ে যায় মান|
আদিকালে ছিল প্রেম ভালবাসা
তখন ছিল না লেখার পিপাসা|
বলাই ছিল না, লেখা ছিল দূর
আওয়াজেই প্রেম বাজাতো নুপুর|
এলো অক্ষর, লেখা শুরু হল
গড়লো শব্দ, ভাষা ভরে গেল|
চিঠি ও পত্র আদানে প্রদানে
দূর কমে গেল যোগাযোগ দানে|
প্রেম পত্রের সূচনাকে ধরে
প্রেমিক প্রেমিকা লিখলো আদরে|
সহজে উজাড় হল ভালবাসা
অতি একান্তে ভাষা হল নেশা|
প্রেম পত্রের ইতিহাস খুঁজে
পড়লাম কিছু নিজের গরজে|
প্রেম বিবরণ গালভরা ভাষা
হরফ ও লিপিতে শুধু ভালবাসা|
কোথায় সে সব! কেন নেই আজ!
আজকের প্রেম খোলাখুলি সাজ|
আজকের প্রেমে প্রয়োগিক ধারা
যেমন হচ্ছে কেনাবেচা সারা|
হারিয়েছে ভাষা, হারিয়েছে লেখা
লজ্জার রাঙা মুখ সব ঢাকা|
অনন্য ছিল যে প্রেমের রঙ
সেই রঙে আজ বাস্তব ঢঙ|
প্রিয়তমা নেই, নেই প্রিয়তম
দুদিনেই ভালবাসা অদম্য|


প্রেম পত্রের স্থান আর নেই