//প্রকৃতি হবে না কারো দাস//


কারণ কোথায়! তবুও বৃষ্টি এলো-রে
বাহির জগৎ, দুর্যোগে ভরে গেল-রে
সাথে সাথে ঝড়, বেড়ে গেল সংশয়
দিন মজুরের, হয়ে গেল অপচয়।


এ কী দুর্দিন! এমন তো কথা ছিল না
এখন প্রকৃতি, নিয়মের ধারা মানে না
বুঝেও বোঝেনি, বুদ্ধিজীবীর দল
হতেই হয়েছে, প্রকৃতিকে চঞ্চল।


ছয় ঋতু খেলা করে প্রকৃতির কোলে
পালা করে আসে, সময় পেরোলে যায়
এই প্রকৃতির, অনুপম পদ্ধতি
এলোমেলো হয়ে, বাড়ছেও দুর্গতি।


অনাবশ্যক বৃষ্টি আনছে কষ্ট
শীতের প্রকোপে হচ্ছে ফসল নষ্ট
ধীরে ধীরে সব, যায় নিয়মের বাইরে
খরা ও বন্যা, আসছেও ঘুরে ফিরে।


বিকাশ কেন যে আনছে বিনাশ ধরে!
বিধির বিধান, কেন যায় দূরে সরে!
এই ভাবনায়, নেই সময়ের স্থান
সময় ব্যস্ত, দিতে নিয়তিকে সন্মান।


কখনো হবেনা প্রকৃতি, কারো দাস
দাস করবার ইচ্ছাতে কেন উচ্ছ্বাস!
কেন যে আমরা, এর প্রয়াসেই মগ্ন!
মানলেই হয়, প্রকৃতি আসল রত্ন।


প্রকৃতি বাঁচিয়ে রেখেছে সকল প্রাণ
প্রতিটি জিনিস, এই প্রকৃতির দান
প্রকৃতি সহন করবে না কোনো ক্ষতি
দাঁড়াবেই রুখে, বাড়াবেই দুর্গতি।


সুবীর সেনগুপ্ত