//প্রকৃতি নবাব//


ধীরে ধীরে প্রবাহিত এক নদী
কেউ কি বলবে এ নদী আমার!
উচিৎ হয় না এরকম দাবী
করলেই, সেটা হবে অহংকার।


প্রকৃতির সম্পদ প্রকৃতিতে
নদীর মতোই প্রাণ সম্পদ
এত সম্পদ বলতে গেলেই
থামবে কলম, হারাবেও পথ।


নদীর যে পথ, সেই পথে থাকে
পথ বদলায়, হলে প্রয়োজন
প্রকৃতি গড়েছে নিজ ধারণায়
উপযোগ বুঝে নব রূপায়ণ।


খুঁজলেই পাই রুক্ষ পাহাড়
রুক্ষ হলেও উপযোগীতাতে
মানুষ সে কথা জানতে চায় না
দোষ দিতে যায় প্রকৃতির পাতে।


সাজানো গোছানো প্রকৃতির মেলা
অভিনব পরিকল্পনা সাথে
নিজ প্রয়োজন নেয় নিজে বুঝে
ক্ষতিপূরণের কাজ দিনে রাতে।


সৃষ্টির সাথে প্রকৃতির ভাব
তাই প্রকৃতির নেই তো অভাব
ভাঙা গড়া খেলা প্রকৃতির বুকে
সবই যথার্থ, প্রকৃতি নবাব।


সুবীর সেনগুপ্ত