//প্রকৃত স্থিতির কি হবে সংজ্ঞা!//


যে যেমন আছে, তেমনই থাকবে
এটাই কী শেষ কথা হয়ে যাবে!
তেমন না থেকে পাল্টেও যাবে
পাল্টে গিয়ে কী শেষ কথা হবে!


শেষ কথা কই! পাই না কখনো
বোধহয় কোথাও শেষ কথা নেই
ব্যবহার করে বোধহয় শব্দ
ভুল করছি কী! জানা ইচ্ছাই।


কত মুহূর্ত আছে এ জীবনে!
প্রতি মুহূর্ত জীবন ধারণে
কোনো মুহূর্ত লেগেছিল ভালো
কোনোটা চাইনি কখনো জীবনে।


জীবনের কোনো স্থিতি আছে নাকি!
আপাত ভাবনা স্থিতিকেই মানে
মানলে কী হবে স্থিতি অস্থায়ী
স্থায়ী করবার চেষ্টা তো বনে।


প্রকৃত স্থিতির কি হবে সংজ্ঞা!
কোনো সংজ্ঞাই দেয় না তৃপ্তি
দিতে পারবে না, আমি তাই ভাবি
তবে সব ক্ষণে কই অতৃপ্তি!


যে পরিস্থিতি মনে হয় স্থিতি
মনে হওয়া ছিল একদম ভুল
তখনই তো বুঝি পাল্টে গেলেই
স্থিতির নেই কী কোনো এক কূল!


যেমন থাকতে চাই তা হয় না
না হলেও কভু খুশী আগমন
তাতে গদগদ হয়ে সন্তুষ্ট
হারিয়েও যায় সন্তুষ্টি ক্ষণ।


স্থিতি নিয়ে এই মন উত্তাল
ধনশালী হলে স্থিতি পাবে ঢাল
এসব চিন্তা মনের খোরাক
স্থায়ী স্থাপনার গড়ে না তো জাল!


সুবীর সেনগুপ্ত