-প্রতারণা-
।।সুবীর সেনগুপ্ত।।


প্রতারণা করা, শিখতে চাইছি
কাছাকাছি গুরু কে আছে বলো তো!
আর বলে দাও, কি হবে কিনতে
শেখার হিসেব, করতে হবে তো।


কোথায় যে গুরু, কেউ বলছে না
কেন বলছে না, সেটা বলছে না
বিজ্ঞাপনের, করেছিও খোঁজ
খুঁজে খুঁজে আমি, হয়েছিও কানা।


প্রতারক আছে, বহু চারিদিকে
কোথায় শিখেছে, তারা এই কাজ!
তারাই জানবে, প্রতারক গুরু
তাদের কাছেই, প্রকৃত উপায়।


প্রতারক চিনে উঠব কি করে!
মুশকিল কাজ, বুঝতেও পারি
তাহলে কি করে, খুঁজব যে গুরু!
প্রতারণা শেখা, দেয় গড়াগড়ি।


প্রতারক করে যায় প্রতারণা
প্রতারিত হই, সবাই আমরা
যখন তা হই, জানতেও পারি
এই সমাজের, প্রতারক কারা!


যারা প্রতারক, তারা জানাবে কি
তাদের গুরুর, নাম ও ঠিকানা!
তারা বলবে না, এ তো নিশ্চিত
যা বলে সে সব, অলীক বাহানা।


আসলে আছে কি, প্রতারক গুরু!
এই জিজ্ঞাসা, উচিত কি করা!
আমার ভাবনা, বোধহয় ফেলনা
ছলনার বেশ, গেলো না তো ধরা।