//প্রতীক্ষা ছিল, প্রতীক্ষা নেই//


বলে রেখেছিল আসতেও পারে
তাই প্রতীক্ষা বসেছিল দ্বারে
শিক্ষা ভিক্ষা দীক্ষা তো নয়
সাধারণ কথা ছিল মন ভরে।


বলে রাখলেও, আসেনি তো সে
প্রতীক্ষা নেই দ্বারের পরশে
বোধ ক্রোধ বা আমোদ তো নয়
তাঁর বলে রাখা আজ ইতিহাসে।


প্রতীক্ষা ছিল, প্রতীক্ষা শেষ
এটাই আমার বলার বিশেষ
এও সাধারণ, বুঝতেই পারি
লিখছি, কারণ যায় না যে রেশ।


সুবীর সেনগুপ্ত