নয় নয়, আর অপেক্ষা নয়
কার জন্যই করি অপেক্ষা!
ভালবাসা, সে তো গেছে বহু দূরে...
সে দূর মাপার, বিজ্ঞত্ব নেই|
তাই অপেক্ষা নেই পরিসরে|


'ভালবাসা শুধু জীবন তো নয়'
এই বলে তুমি করবে তর্ক...
তর্কে না গিয়ে, আমি মেনে নেব
অনেক কিছুতে আছে অপেক্ষা|
সে সব কি নয় শুধু পার্থিব!


'জন্ম নিলেই তবে ভালবাসা'
তবে কেন নয় এটা পার্থিব!
এটাও ঠিক তাই, জানি আমি জানি
জেনেও বলছি, এ অপ্রতিম|
এতে প্রতীক্ষা সমীচীন, মানি|


কত প্রতীক্ষা করেছি জীবনে
হিসেবে রাখিনি, রাখতে পারিনি
দায় ছিল, তাই করতে হয়েছে
আজ দায় নেই, প্রতীক্ষা নেই
প্রতীক্ষা আজ লেখাতে এসেছে|


খুঁজেও পাবে কি কোনো একজন
কোনোদিন করেনি অপেক্ষা!
কারণ জানতে চাইছি না আমি
প্রতীক্ষা সব জীবনের সাথী|
বলব কি তবে, প্রতীক্ষা দামী|