প্রথম-শুধু প্রথমবার।
           ।।সুবীর সেনগুপ্ত।।


'প্রথম' শব্দ লাগেই তো বেশ শুনতে
কখনো হইনি প্রথম, তাই নেই ঝুলিতে।


যখন দিয়েছি, বোঝার বয়সে পা
তখন থেকেই, ভাবনা থাকেনি মাপা।


'প্রথম' শব্দ, আমার কাছে মুখ্য নয়
'প্রথম' আসেনি কখনো আমার ভাবনায়।


আজকে 'প্রথম', শুধু কবিতার অঙ্গ
লেখা শেষ হলে, 'প্রথম হবে বিহঙ্গ।


হতেই পারিনি প্রথম, বলে কি রোষ!
না না তা তো নয়, এমন ভাবলে দোষ।


সমাজ কি আর, নির্ভর মম ভাবনায়!
চলছে সমাজ, নিয়ে জনতার রায়।


ক্লাস না করে যে, প্রথম সিনেমা দেখা
সে দিনের ছবি, আজও মনে আঁকে রেখা।


প্রথম যেদিন, সিগারেটে টান মেরেছি
ভয়ে ভয়ে সেই সুখটান, মনে রেখেছি।


প্রথম প্রেমের পত্র, এখনো স্মৃতিতে
প্রেম তো হয়নি, নামটা পারিনি ভুলতে।


প্রথম কবিতা, লেখার তারিখ স্মরণে
প্রথম লেখাই, প্রেরণা আমার জীবনে।


যে পথ চিনেছি, প্রথম আয়ের জীবনে
সেই পথ থেকে, গিয়েছি আয়ের কারণে


'প্রথম' শব্দ, নয় শুধু প্রতিযোগীতায়
আছে এ শব্দ, প্রতি জীবনের আঙিনায়।


কবে যে দেখেছি প্রথম আকাশ, জানিনা
কেউ দেখায়নি, হয়ে গেছে দেখা, তাই না!


প্রথম চাকরী, প্রথম দিনের কথা
এখনো বলতে পারি, সেই উপকথা।


প্রতি কাজে আছে, প্রথমবারের স্পর্শ
অনেক প্রথম জুড়েই, পার হয় বর্ষ।


'প্রথম' জীবনে সংখ্যাহীন, তা সত্য
কয়েকটাই তো 'প্রথম' স্মৃতিতে মত্ত।