সব কথাতেই হাসছ তুমি
হাসছ শুধুই, বলছ না তো
যতই বলছি, শুনেই যাচ্ছ...
রাগছি আমি মনে মনে
ভাবছি, তুমি এমন কেন করছ!


বিচার ও বোধ নেই কি তোমার!
নেই কি ইচ্ছে প্রতিক্রিয়ায়!
দেওয়া উচিত একটা প্রতিভাষ...
জোর করে কি বলানো যায়!
ভাবছি, এ কি তোমার পরিহাস!


থেমেও গেলাম বাধ্য হয়েই
মিলিয়ে গেলো তোমার হাসি
বললে কথা, 'বলো বলো বলো'...
ভাবলাম, এ কেমন আচরণ
চুপটি হলেই তোমার মুখটা কালো|


নীরব হয়ে থাকলাম আমি
ডুবলে তুমি অস্থিরতায়
শুরু হলো এবার তোমার কথা...
স্বস্তি পেলাম, শুনেও গেলাম
উচিত প্রতিক্রিয়ায় সরবতা|


কথার পিঠে আসবে কথা
এটাই কি নয় সঠিক নিয়ম!
অল্প কথা বললে তো নেই ক্ষতি...
আলোচনায় বলতেই হবে
জানতে দিতে হবে অভিমতি|


প্রতিক্রিয়ার খুব প্রয়োজন
বলতে হবে শালীন হয়ে
আসবে তৃপ্তি বলেও অনেক কথা...
প্রতিক্রিয়ায় উঠবে হাসি
সেই হাসিতেই দূরে যাবে ব্যথা|