'প্রতিটি দ্বন্দ মন্দই হবে'
এই ধারণা কি হবেই মানতে!
সাধারণ-ভাবে দ্বন্দ মন্দ
সব দ্বন্দ কি যাবে এই পথে!


'দ্বন্দ মানেই ঝগড়া কলহ'
এখানেও সেই পুরোনো প্রশ্ন
দ্বন্দ কি নেই মনের মধ্যে!
সেখানে কলহ হয় কি রত্ন!


মতের অমিলে দ্বন্দই ফোটে
সরেও তো যায়, হয় না কলহ
দ্বন্দ গেল না মন্দের ঘরে
আমার ভাবনা পেল আগ্রহ|


পদে পদে ছুটে আসছে দ্বন্দ
সব কি করছে কলহ সৃষ্টি!
করলে কি আর থাকত সমাজ!
কোনো কথা আর হত না মিষ্টি|


খুব আপন তার সাথেও দ্বন্দ
সে সব দ্বন্দ সীমাতেই বাঁধা
অনেক দ্বন্দ অন্তে অশুভ
সে সব দ্বন্দ পেয়ে যাক বাধা|


উচিত তর্ক হয় না দ্বন্দ
কলহ হয় না জ্ঞানীদের সাথে
কোমল নরম কথা কাটাকাটি
বলতে কি পারি দ্বন্দেই মাতে!


দ্বন্দ মন্দ সে তো নিশ্চয়ই
কিছু দ্বন্দের আছে প্রয়োজন
হোক না দ্বন্দ, তাতে নেই ক্ষতি
বাড়তে না দিলে, কি আর এমন!


প্রতিটি দ্বন্দ মন্দ কি হবে!