//প্রত্যেক কাজে ভিন্ন ধারণা//


যেটুকু ধারণা আমার হয়েছে
তাই যে সঠিক, আমি বলছি না
ধারণা হয়েছে, দেখে শুনে পড়ে
ভুল যদি হয়, কেন মানব না!


ধারণাকে সন্মান দিয়ে চলি
আমরা সবাই এই দুনিয়ায়
বাধা আসবেই চলতে চলতে
কাজ করে গেলে ভুল ধারনায়।


ধারণা কি কোনো শেখার বিষয়!
আছে নাকি বই নামটা 'ধারণা'!
থাকতেও পারে, আমার অজানা
ধারণা কি নয় জ্ঞান বিবেচনা!


ধারণা করার আগে চাই জ্ঞান
শুধু জ্ঞান নিয়ে ধারণা তো কানা
জুড়ে দিলে বিবেচনা তার সাথে
সৃষ্টি হবেই প্রকৃত ধারণা।


প্রমাণ হলেই ধারণা সফল
সকলের কাছে পায় পরিচিতি
ছড়িয়েও যায় এখানে ওখানে
সেই ধারণাই হয়ে যায় নীতি।


এক ধারণাতে জীবন চলে না
প্রত্যেক কাজে আলাদা ধারণা
ভিন্ন হলেও, আছে কিছু মিল
সেই মিল মূল হয়েই তো চেনা।


দুরূহ বিষয় যাতে নেই জ্ঞান
সেখানে ধারণা আনবে বিপদ
নীরব থাকাই উচিৎ সেখানে
ধারণা তখন নীরবেই মত।


ধারণা জটিল ভাববই কেন!
জটিল সরল নিজেরই উপর
বুঝে গেলে করা, না বুঝলে নয়
ভুল ধারণাতে শুধু অনাদর।


সুবীর সেনগুপ্ত