//প্রত্যেকে সুন্দর এই ধরায়//


সুন্দর নয়, তাই তো বলছ
তোমার কথাই মানলাম
কুৎসিত নাকি! এটা কী বলবে!
শোনার ইচ্ছে রাখলাম।


সুন্দর নয়, বেশ ভালো কথা-
জানানোর কী যে প্রয়োজন!
যদি বলো, এটা তোমার ইচ্ছা
করব নিজেকে দমন।


তুমি কী সুশ্রী, নাকি সুন্দর!
জানতে চাওয়াই ভুল
নিজে থেকে যদি সুন্দর বলো
তা কী হবে নির্ভুল!


'সুন্দর' নিয়ে কথা গড়িয়েছে
গিয়েছে অনেক দূর
আরও দূরে যাবে, বলতেই পারি
কথা নয় বন্ধুর।


সুন্দর ক্ষণ আসেই জীবনে
আসলেই জানা যায়
কোন ক্ষণ পরে সুন্দর হবে
বললে, জড়ায় দায়।


পণ সুন্দর, শুনিনি কখনো
থাকে গোপনীয়তায়
ধন সুন্দর, কেউ বলবে না
বিদিত মনের পাতায়।


সাঁঝ সুন্দর যেমন নিকটে
ঠিক তেমনই দিগন্তে
যে আকারে থাক, চাঁদ সুন্দর
আকাশের বুকে নিশীথে।


আকারবিহীন আছে বহু কিছু
পায় সুন্দর আখ্যা
কথা সুন্দর, সুর সুন্দর
কার কী যে হবে ব্যাখ্যা!


কার চোখে কে যে সুন্দর হয়!
এ বিষয়ে কথা ভ্রান্ত
কেউ যে গড়েনি নিজের চেহারা
কেন দুখ দেবো, বলোতো!


প্রত্যেকে সুন্দর এই ধরায়
জড়ালে এই ভাবনায়
আঁখি দেখবেই সব সুন্দর
মন যে সেটাই চায়।


সুবীর সেনগুপ্ত