//প্রত্যহ যে বেদনা, করেছি আপন//


যা পাওয়ার আশা নেই
কক্ষনো চাই না
তাও তো পেয়েই যাই
করতে পারি না প্রত্যাখ্যান...
এ যে ভুল বলা হলো
অস্বীকারের নেই স্থান।


নিতে হবে, তাই আমি নিয়েও নিয়েছি
ঘৃণা করে কোনো লাভ নেই...
প্রয়াস করেছি ভালবাসতে
সফল হয়েছি বুঝি তাই।


না চেয়েও ব্যথা পাই
উপভোগ করি
ব্যথার বৃদ্ধি হলে আরো উপভোগ
ব্যথা বেড়ে পরিণত হয়ে যায় সুখে...
অযাচিত এই দান, করতে হয় না ভিক্ষে।


করেই নিয়েছি মন সক্ষম
প্রত্যহ যে ব্যথা, সহিতে শিখেছি
ব্যথা শরীরের হয়, আর হয় মনের
দুটোই তো ভোগ করি, শিখেছি যে ঢের।


সুবীর সেনগুপ্ত