//প্রয়োজনহীন কাজ প্রয়োজন//


প্রয়োজনহীন কাজটাকে ধরি
ধরার কারণ, পাই পরিতোষ
করি আর রাখি, ফাঁকে ফাঁকে ভাবি
আংশিক কাজে পাই না তো দোষ।


কাজ কেন হবে প্রয়োজনহীন!
কেন হবে কাজ কখনো অকাজ!
হবেও অকাজ তখন, যখন
ভাবের মধ্যে অকাজের সাজ।


কাজ ধরলাম, করে ফেললাম
করে ভাবলাম, এ কাজ অকাজ
কেন ভাবলাম, তা কী বুঝলাম!
নাকি হারালাম নিজের মেজাজ!


ভাবনা ও কাজ এক সুরে বাঁধা
বহু চেষ্টাতে হয় না আলাদা
মত কেন বদলায় কাজ শেষে!
হয়না কী হানি নিজ মর্যাদা!


যদি ভাবি কাজ অপরিহার্য
সে কাজে ভাবনা থাকে এক পথে
শুরু কিবা শেষ, ভাবনা লক্ষ্যে
কাজের অন্তে সুখনিদ্রাতে।


কোন কাজ হয় প্রয়োজনহীন!
মিশিয়ে কি বাছা চাল আর ডাল!
অযথাই হাঁটা উদ্দেশ্যহীন
নাকি দোষ খোঁজা সকাল বিকাল!


প্রয়োজনহীন কাজ প্রয়োজন
এটা কি নিছক ভ্রান্ত ধারণা!
তাই যদি হয়, প্রশ্ন জাগেই
এই কাজ নিয়ে কেন আলোচনা!


দরকারি কাজে খুব ব্যস্ততা
আর তা না হলে ব্যস্ততা নেই
এর ব্যাখ্যাও খুবই সাধারণ
দরকারি কাজ জীবনের মই।


যে কাজ না করে চলবে জীবন
সে কাজ নেওয়ার কেন উদ্যোগ!
এই উদ্যোগ খুবই প্রয়োজন
এই কাজের সাথে তৃপ্তির যোগ।


সুবীর সেনগুপ্ত