//পূর্ণ যৌথ মনোরথ//


সরাসরি কোনো যোগ নেই
দেখা হয় কভু রাস্তায়
এক দুই কথা দৃষ্টিতে মাখা
ব্যস, এইটুকু হয়ে যায়।


কখনো পড়নে নীল আর নীল
কখনো ধূসর শাড়ীতে
কখনো খোঁপায় ফুল অপরূপ
কখনো সরল হাসিতে।


তাঁর খুঁটিনাটি জানাও ছিল না
শুধু জানা ছিল নাম
আমার নাম কি তাঁর জানা ছিল!
ঠিকানা দূরের ধাম।


কতবার দেখা, কতবার কথা
তা কি সংখ্যায় রেখেছি!
যতবার দেখা, কম কম কথা
খুশী যে ভরেনি, বুঝেছি।


কবে হয়ে যাবে সরাসরি যোগ
সেটা ভাবনায় এনেছি
সুযোগের পথ কোত্থাও নেই
শংকাকে পুষে রেখেছি।


প্রবল ইচ্ছা হারিয়ে যায়নি
সেটাই বোধহয় পথ
সেই পথ ধরে হলো যোগাযোগ
পূর্ণ যৌথ মনোরথ।


সুবীর সেনগুপ্ত