//পূর্ণ স্বাধীন আমাদের চাওয়া//


সরাতে চাই না কোনো এক রাত
চাই যে সেখানে আসুক প্রভাত
নেভাতে চাই না প্রভাতের আলো
চাই না সে স্থানে ভরে যাক কালো
চাই কালো-আলো মিশে হোক একাকার
সেই মিশ্রণ হোক-না প্রতীক সমতার।


রাত্রির কালো মনে দেয় দোলা
প্রভাতের আলোতেই করি খেলা
দুলি আর খেলি ভিন্ন সময়ে
তাই হোক, তবে একই সময়ে
খুব বেশী আশা ধরছি কি এই মননে!
বেশী না হলে কী ফুটবেই ন্যায় গগনে!


দেখাতে চাই না করতে কী পারি
দক্ষতা নিয়ে কাজটাকে করি
কাজ সমাপন করতেই চাই
কাজের মধ্যে মনকে ডোবাই
আশা শুধু থাকে কাজ যেন হয় নির্ভুল
প্রভাত ও রাত দুই নিয়ে থাকি মশগুল।


আমাদের চাওয়া পূর্ণ স্বাধীন
এই স্বাধীনতা কভু নয় ঋণ
চাওয়াতে জ্যোৎস্না আর রোদ্দুর
অপরূপ এই জীবন মধুর
কোনো এক বাধা না আসুক চাওয়াতে
চাওয়া হোক খোলা হওয়া এই ধরাতে।