//পুরো স্বাধীনতা বিরল ঘটনা//


স্বাধীন মতে কি জন্ম হয়েছে!
জন্মেছি, সে তো অন্যের মতে
জন্মের পর হয়েছি স্বাধীন
জীবন স্বাধীন দেশের মাটিতে।


সব এখন করি নিজের মতেই
অন্যের মত হয়ত বা নিই
নিলেও সেটা নিজ ইচ্ছায়
সেথা নেই বাধকতার শপথ।


সবাই স্বাধীন, এই তো ধারণা
ধারণা কত শতাংশ স্পষ্ট!
এই ভাবনাতে দুলে ওঠে মন
পুরো স্বাধীন কী! তা অস্পষ্ট।


নিয়মের খাতে সকলে স্বাধীন
যদিও জানিনা কার কত ঋণ
স্বাধীনতা মাপ ঋণ দিয়ে নয়
এই মাপে শুধু মতই আসীন।


কোন ব্যাখ্যাতে যাবে স্বাধীনতা!
কোনো ব্যাখ্যারই নেই যে অন্ত
তোমার ব্যাখ্যা আমার ব্যাখ্যা
প্রতি ব্যাখ্যাই হয় বাড়ন্ত।


মানুষের মতো বুদ্ধি কার আছে!
নেই প্রাণীদের জীবন ধারায়
পশু পক্ষী বা জলজ প্রাণীরা
বুদ্ধিহীন কী! তা নয় তা নয়।


প্রাণীরাই সব পূর্ণ স্বাধীন
জনমে যা ছিল, মরনেও তাই
চাইছে না তারা কেউ ধনী হতে
খুশীতে বেহাল, আহার পেলেই।


ভাবনা স্বাধীন নিশ্চিতরূপে
তা হোক সরবে বা নিশ্চুপে
বাধা পাই, কাজে লাগাতে গেলেই
স্বাধীনতা ভেঙে যায় শতরূপে।


যদি হতো নিজ মতেই জন্ম!
কী ভাবে তা হতো, ভাবাই যায় না
ভাবা না গেলেও, বলতে কী পারি
তাতে স্বাধীনতা বাধাই পেত না!


পুরো স্বাধীনতা বিরল ঘটনা
হয়ত একাকী থাকার ধারণা
আছে নাকি কোনো উদাহরণ!
কেউ জানাবে না কারণ, জানেনা।


সুবীর সেনগুপ্ত